আস্সালামুআলাকুম। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।। অনেক দিন পর আবার চলে আসলাম একটি খুবই কাজের ট্রিক নিয়ে । চলুন শুরু করা যাক।। আজকের পোস্টটি খুবই ইউনিক।। ******************************** আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো। ************************** আপনারা অনেকেই জাভা ফোন ইউজ করেন। তবে এখন প্রায় সবাই এনড্রোইড,আইওস, ব্যবহার করেন।। যারা জাভা ফোন ব্যবহার করেন এই পোস্টটি তাদের খুবই কাজে দিবে। কাজের কথায় আসি। আমরা যারা Itel.Symphoni.Walton,ইত্যাদি জাভা ফোন গুলা ব্যবহার করি তারা কিন্তু অপেরা মিনি 5,6,7,8 ইত্যাদি ভারসন গুলা আমাদের আইটেল ইত্যাদি ফোন গুলোতে এই অপেরা গুলা “Accept” হয় না। ফলে এটা চালাতে পারিনা।। তবে নকিয়ার ফোন গুলোতে সব চলে।। আমি আজ যেই ট্রিক টা নিয়ে করা বলবো সেটা ১০০% কাজে দিবে।। ও আপনাদের অনেক কাজে লাগবে। ##ধাপ ১ প্রথমে আপনি 5,6,7,8 এগীলার মধ্যে যেকোনো একটি ডাউনলোড করবেন।।করেন তারপর।## ## ধাপ ২ তারপর যে কাজটি করবেন সেটি হলো Virtual Mouse Embedder নামে একটি জাভা অ্যাপ আছে সেটি ডাউলোড করুন। এটা লাগবে।## ##ধাপ ৩ এবার অপেরাকে ইমবেড করন। ওই অ্যাপটা দিয়ে।যেটা আপনি করতে চান।## ##ধাপ ৪ এবার মেমরি তে গিয়ে দেখুন যেই ফোল্টারে অপেরা এপটি ছিল ওখানে একটি ফোল্টার আছে যেমন [Mamun7] এই ফোল্টারে যে অপেরা আছে সেটি ইনিস্টল করুন।।## ##ধাপ ৫ এবার অপেরায় টুকে কিছু টাইন লোড নিবে তারপর Accept আসবে। কিন্তু কাজ করবে না। যে কাজ টি করতে হবে সেটি হলো * স্টার বাটুন টি ১বার চাপদিন দেখুন একটি বড় মাউস এসেছে এবার Accept এর ওখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করুন। ব্যস আপনার কাজ শেষ এবার মজা নিন।।আর ইচ্চা মতো ডাউনলোড করুন।। ****************************************************।। সব ভালো ভালো এপ ও গেম এখানে পাবেন 2023 ago Topic Created By: MOKLES 0 comment of topic কিভাবে আপনি Symphony,Itel,Walton,ইত্যাদি জাভা ফোনে অপেরা মিনি 5,6,7,8 ইত্যাদি অপেরা মিনি চালাবেন