BDKing Wap - Get Free Apps, Games, Audios, Videos, Codes, Themes, Wallpapers, And More.
Home
Login
Signup
Forum
Users
BDKing Forum
বাটন ফোনে স্কিনশট দিব যেভাবে
আমরা প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।তাই আমরা আমাদের প্রয়জনে যেকোনো সময় স্ক্রিনশট নিতে পারি। কিন্তু বাটন ফোন ব্যবহারকারীরা তাদের প্রয়জনে স্ক্রিনশট নিতে পারে না। এই আর্টিকেলটি বাটন ফোন ব্যবহারকারীদের জন্যই লেখা। বাটন ফোনে স্ক্রিনশট নেওয়ার জন্য অবশ্যই ফোনটি জাভা সাপোর্টেড হতে হবে। তা না হলে স্ক্রিনশট নেওয়া যাবে না। যে বাটন ফোনে স্ক্রিনশট নিবেন সেই ফোনে অপেরা মিনি ৪.২১ বা বঙ্গবন্ধু ব্রাউজার ডাউনলোড করতে হবে। ৫ মিনিট কাজ কর [15] আপনি গুগলে Opera Mini 4.21 For Java বা Bangabodhu Browser For Java লিখে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। এরপর অপেরা মিনি ৪.২১ বা বঙ্গবন্ধু ব্রাউজারে প্রবেশ করে প্রথমে Menu অপশনে ক্লিক করবেন তারপর Tools অপশনে ক্লিক করবেন তারপর Settings অপশনে ক্লিক করে Navigation অপশনে ক্লিক করবেন। এখন একটা পেজ দেখতে পাবেন।সেই পেজ স্ক্রল করে নিচে যান।নিচে গেলে দেখবেন Shortcuts অপশন তার নিচে Edit লেখা। edit এ ক্লিক করলে আরেকটা পেজ আসবে। সেই পেজ স্কল করে নিচে যাবেন। নিচে গেলে দেখবেন 44.Screenshoot/Empty এই অপশনে ক্লিক করে #7 টাইপ করুন এবং Ok অপশনে ক্লিক করুন। তারপর আবার Ok অপশনে ক্লিক করে করে Main Menu তে আসুন। এখন যেখানকার স্ক্রিনশট নিবেন অর্থাৎ ফেসবুকের স্ক্রিনশট নিলে ফেসবুকে প্রবেশ আর গুগলের স্ক্রিনশট নিলে গুগলে প্রবেশ করুন। তারপর শুধু #7 টাইপ করুন এবং স্ক্রিনশট রাখার জন্য মেমরিতে ফোল্ডার সিলেক্ট বা নির্বাচন করুন। এরপর Ok বাটনে ক্লিক করুন।এখন স্ক্রিনশটটি দেখার জন্য ব্রাউজার থেকে বেরিয়ে Files এ প্রবেশ করুন। যে ফোল্ডার সিলেক্ট বা নির্বাচন করেছিলেন, সেখানে প্রবেশ করুন। সেখানে দেখতে পাবেন আপনার নেওয়া স্ক্রিনশটটি। এভাবেই আপনি আপনার বাটন ফোন অর্থাৎ জাভা সাপোর্টেড ফোনে স্ক্রিনশট নিতে পারবেন।কিন্তু কোনো কিছু করতে ভুল হলে স্ক্রিনশট নিতে পারবেন না।তাই সাবধানে কাজ করুন। না পারলে আমার সহযোগিতা নিন (কমেন্ট) আমার এই আর্টিকেলে কোনো ভূল ত্রুটি থাকলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট জানান।আমার আর্টিকেলটি ভালো লাগলে লাইক দিয়ে আর্টিকেলটি শেয়ার করতে পারেন ধন্যবাদ?
2023 ago Topic Created By: TUHIN V 0 comment of topic বাটন ফোনে স্কিনশট দিব যেভাবে
43 Views
Report
 Topic Tags
বাটন ফোনে স্কিনশট দিব যেভাবে, Java Mobile, , BDKing Forum, Best Tips & Trick.
 Related Topics
 Comments
 No Comment
Login or signup to comment this topic.
online: 0 | Hits: 18082x